Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০২০

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে- শাক সবজির বীজ বিতরণ


প্রকাশন তারিখ : 2020-09-30

 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় গত ২৮/০৯/২০২০ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সমানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী শাক ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে ৪০ জন কৃষকের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কানিজ তাসনোভা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সলেহ আকরামসহ অন্যরা।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার ।

 

অতিথিদ্বয় বলেন, আমাদের ফল ও ফসল উৎপাদনে বিপ্লব ঘটলেও আমাদের পুষ্টি চাহিদা এখনও পূরণ হয়ে ওঠেনি। এ অবস্থা থেকে উত্তরনের জন্য আমাদের বেশি বেশি শাক-সবজির চাষ বাড়াতে হবে। বিশেষ করে রাসায়নিক বালাইনাশক যথেচ্ছ ব্যবহারে আমরা বর্তমানে এক জটিল পরিবেশ সমস্যায় পড়েছি। জনস্বাস্থ্য হচ্ছে মারাত্বক হুমকির সম্মুখীন। এর জন্য বালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ব্যবহারে আমরা উৎসাহিত করছি । কারণ   উদ্ভিজ্জ বালাইনাশক পরিবেশের কোন ক্ষতি করে না।  পরিশেষে ৪০ জন কৃষকের প্রত্যেককে লাল শাক, কলমি, মূলা, ডাটা শাক, শশা, লাউ, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ প্রদান করা হয়।এ সময় কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা বলেন, প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনার অংশ হিসেবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৩০০ জন কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমের আওতায় ২০২০-২১ অর্থ বছরে পর্যায়ক্রমে এসব শাক ও সবজি বীজ বিতরণ করা হবে।